Posts

Showing posts from April, 2024

ছোটবেলার ছড়া ২

Image
  বিলের সত্য পরীক্ষা বিলের বাবার বন্ধু যত আসেন হুঁকো খেতে, তাই না দেখে বিলে বলে - "একটা হুঁকোয় সবাই পারে না খেতে?" আসলে তাদের বাড়ি তে ছিল , বহু হুঁকো সারে সারে, একটা হুঁকোয় সবাই নাকি তামাক খেতে নারে ! তাহলে নাকি জাত চলে যায়, সবাই তারে একঘরে কয়। বিলে ভাবে , জাত মানে কি? এর মানে টা কেউ জানে কি ? দেখবো আমি যাচাই করে, কি করে লোক হয় একঘরে! একদিন সে সব হুঁকো গুলো টেনে টেনে দেখে , কেউ বারণ করলে পরে বিলে কি গায়ে মাখে? তাই না দেখে বিলের বাবা কহিলেন তায়- " অপর জাতের হুঁকো খেলে  জাত যে চলে যায়" বিলের ছিল যে ঝোঁক ছোটবেলা থেকে, সব কিছু পরীক্ষা করে দেখা নিজে থেকে। জাতি ধর্ম সবই মেকি, সব ই মোদের মন গড়়া, জাতের নামে বজ্জাতি সব, ঐক্য চাই তাই দেশ জোড়া, শেষ করছি আমার ছড়া । এপ্রিল ফুল এপ্রিল ফুল,এপ্রিল ফুল ফুল হলে তো পাবে না কুল, কবের থেকে আসছে চলে  এই প্রথার ই ধারা। ফুল যারা করতে পারে বুদ্ধিমান তো তারা ! যাকে তুমি করছ ফুল ফুল হবে যেই সে , তখন তুমি উঠবে বলে , "এপ্রিল ফুল , এপ্রিল ফুল, ফুল হলে তো পাবে না কুল! অনেক সময় কেটে গেল, শেষ করি মোর ছড়া , এপ্রিল ফুল করা কিন্তু থাকবে বাধাধর...

Language (Poem in free verse)

Image
 Who knows what's the time? The Creative Mother blessed us, With a very special thing, That is language! After eras' effect, Man evolved a symbol, Sounds to express himself, Creatrix was successful In creating language.! The Mystery is that how it's growth started! The Omkar sign took a process to create it, A vast silence, then a sudden rapture: We got words from symbols,  To express ourselves! The most wonderful incident is  That we have language.  We have sound to tell! We have sound to create ! The glorious civilization Has first hand beauty! That is language, Language is a boon to society!  We are proud to have our own language! Justified, evolved very simply,  Nurtured by Maa Saraswati, There is one demand still, We need a new language Strong enough to speak soul words.