ছোটবেলার ছড়া ২

বিলের সত্য পরীক্ষা বিলের বাবার বন্ধু যত আসেন হুঁকো খেতে, তাই না দেখে বিলে বলে - "একটা হুঁকোয় সবাই পারে না খেতে?" আসলে তাদের বাড়ি তে ছিল , বহু হুঁকো সারে সারে, একটা হুঁকোয় সবাই নাকি তামাক খেতে নারে ! তাহলে নাকি জাত চলে যায়, সবাই তারে একঘরে কয়। বিলে ভাবে , জাত মানে কি? এর মানে টা কেউ জানে কি ? দেখবো আমি যাচাই করে, কি করে লোক হয় একঘরে! একদিন সে সব হুঁকো গুলো টেনে টেনে দেখে , কেউ বারণ করলে পরে বিলে কি গায়ে মাখে? তাই না দেখে বিলের বাবা কহিলেন তায়- " অপর জাতের হুঁকো খেলে জাত যে চলে যায়" বিলের ছিল যে ঝোঁক ছোটবেলা থেকে, সব কিছু পরীক্ষা করে দেখা নিজে থেকে। জাতি ধর্ম সবই মেকি, সব ই মোদের মন গড়়া, জাতের নামে বজ্জাতি সব, ঐক্য চাই তাই দেশ জোড়া, শেষ করছি আমার ছড়া । এপ্রিল ফুল এপ্রিল ফুল,এপ্রিল ফুল ফুল হলে তো পাবে না কুল, কবের থেকে আসছে চলে এই প্রথার ই ধারা। ফুল যারা করতে পারে বুদ্ধিমান তো তারা ! যাকে তুমি করছ ফুল ফুল হবে যেই সে , তখন তুমি উঠবে বলে , "এপ্রিল ফুল , এপ্রিল ফুল, ফুল হলে তো পাবে না কুল! অনেক সময় কেটে গেল, শেষ করি মোর ছড়া , এপ্রিল ফুল করা কিন্তু থাকবে বাধাধর...