স্মৃতি (কবিতা)


 স্বপ্নময় অতীত দূরে সরে যায়,
থাকে পিছুটান,
জীবনস্রোতে পানসি ভাসাতে গিয়ে দেখি-
কত স্মৃতিই তো চলমান,
তখন নতুন বোঝাই নৌকা মন টা,
আরো বড়় নদীখাতে,
স্মৃতি ভুলে চলে মন বসাতে।

সুপ্ত মনে এক চিলতে স্বপ্ন দানা বা৺ধে,
শিশু 'অপু'র কল্পনাকে ফিরে পেতে 
যুগটা যেন বাধ সাধে।

সময়ের সাথে তাল মিলিয়ে চলতে
হঠাৎ মনটা মেতে ওঠে,
মুহূর্তে বিস্মৃত হই স্মৃতি,
সোনার শৈশবকে জানিয়ে প্রনতি।

ছোট্ট গন্ডি ছেড়ে এবার চলি নবযুগের পথে,
'পুরানো সেই দিনের কথা' রবে কি মোর সাথে?

তবুুও পারিনা ভুলে যেতে,
'ছেলেবেলার গল্প শোনার দিনগুলি '
চলে গেছে দূরে,
হৃদয় মাঝে স্মৃতিবৃষ্টি পড়বে শুধুই ঝরে।

Comments

Popular posts from this blog

A Memorable Marriage

DEATH OF BHOKU- My Pet Parrot

Basics of Drawing (technique)