মিঠে কড়া ভূতের ছড়া
কচাকচ্ খচাখচ হাড়খানা চিবিয়ে,
পেত্নীটা উঁকি মারে ডালপালা সরিয়ে,
খুলিগুলো ঝোলে যেন গাছে গাছে ফুল,
চঁাদ যেন আকাশেতে ডুমুরের ফুল,
নিশুতি রাতেই চলে পেত্নীর ভোজসভা,
আকাশ বাতাস জুড়ে , গন্ধ সে ভরে ভরে,
ভূত গুলো দলে ভারী, এলো সব সারি সারি,
আধুনিক পেত্নী ,বলি রাজকন্য়ে!
কবে হবে দিন আর কবে কার জন্য়ে?

Beautiful ❤️
ReplyDeleteKi sundor
ReplyDelete