বড়দিন (কবিতা)
এসে গেলো বড়দিন
সান্টা র কাছে জেনো আমাদের বড় ঋণ।
সুদূর স্বর্গাকাশে খুঁজি যারে আজও
সেই প্রভু যীশু মোর - তোমার জন্মদিন ।
আসবেন সান্টা দিতে সবে উপহার
শিশুদের হাসিতে শান্তির সমাচার ।
জন্ম তব হয়েছিল উদ্ধারিতে পাপীদের
সব জেনে হাসি মুখে দিলে ত্রান সাথিদের ।
পবিত্র বাইবেল আজ প্রচারিত পৃথিবীতে
তোমার শান্তির বানী চাই মোরা উচ্চারিতে ।
শান্তির শীতল আমেজ নিয়ে আসে বড়দিন
২৫ শে ডিসেম্বর - প্রনাম অন্তহীন ।

Comments
Post a Comment