পিকনিকে গণ্ডগোল (ভৌতিক কাহিনী)

একটা সুন্দর দেখতে শাড়ী পরেছে নীলা । কলেজ থেকে পিকনিকে যাবে সে । বন্ধুদের সাথে । বাড়ির থেকে বেরনোর সময় মা কে বলে আসা হল না । মা এর অফিস থেকে ফিরতে একটু দেরী হয় । নীলা বিকাল বেলা বাড়ির থেকে বেড়িয়েছে । বাবা , ঠাকুমা সবাইকে বলেছে । বারুইপুরের রাজ বাড়ি তে তারা বন্ধু রা মিলে এক রাত কাটাবে । পরের দিন সকালে আবার ফিরে আসবে । মা কে বলা হল না বলে নীলার মন টা খচখচ করছিলো । যাই হোক , মা এর দেওয়া সুন্দর শাড়ী টা পরে কলেজ চত্বরে এলো সে । আজ সকালে তারা ক্লাস অফ করেছে । সন্ধ্যে বেলা পিকনিকে যাবে । তাই এতো তোড়জোড় করা হয়েছে সারাদিন । ওরা দশজন পিকনিকে যাচ্ছে । ক্লাসের বাকি মেয়ে রা যেতে রাজি হয়নি , রাতের পিকনিকে । দশ বন্ধু একে একে জড়ো হোল । পিকনিকের বাস ও এসে গেছে । তখন বিকেল ৫ টা । নীলা ব্যাগ নিয়ে বাসে উঠলো । অস্মিতা , টগর , রিমি , এবং অন্যান্য রাও বাসে উঠে বসে আছে । শুকনো খাবার , মাংস ভাতের আয়োজন সম্পূর্ণ তৈরি । একবার বারুইপুর যেতে পারলেই জমিয়ে রান্না বান্না করে খাবে সকলে । বাস ছাড়ল বিকাল ৫ টা । বারুইপুর রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হোল ওরা । বাস চলছে জোরে । ওরা বন্ধুরা মিলে গান ধরল । এক সাথে গান গাইতে গাইতে প...