সুচিত্রাঞ্জলি - কথিকা ( সুচিত্রা সেন স্মরনে)

বিশ্ব জয়ের চিত্রা তুমি , তুমি যে সুচিত্রা চিত্র মাঝেই তোমায় খুঁজি , তুমি যে বিচিত্রা সব চিত্রেই বিরাজ করো তুমি বিরাজ ময়ী অভিনয়ের যাদুর ছটায় তুমি সর্ব জয়ী । তাই তো তোমায় বারে বারে প্রণাম জানিয়ে যাই তোমার মতন ক্ষমতা যেন আমিও খুঁজে পাই। কোন অনন্য সাধারন ব্যাক্তিত্বের তুমি প্রতিনিধি ? কেউ বলতে পারে না এই শিল্পী ব্যাক্তিত্বের " শেষ কোথায়" ! " ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য " দর্শনে ভক্তের চোখে নামে শ্রাবনের ধারা , প্রকৃতি মায়ের রূপ ধরে বিষ্ণুপ্রিয়া পৃথিবীর গায়ে টেনে দেয় সান্ধ্য আচল, তখনি আসে " শ্রাবন সন্ধ্যা " । পুনরায় দিনকে ফিরিয়ে আনতে , সূর্যের শেষ আভা টুকু সাক্ষী থেকে যায় , পৃথিবী সূর্য কে বলে ,এই আভাটুকুই " আলো আমার আলো "। সূর্য যতই অস্ত যাক, কোন দিন ই শেষ হয়না পৃথিবী সূর্যের এই " চাওয়া পাওয়া " । দিবানাথ কে প্রদক্ষিন কারী পৃথিবী সাত যুগ পরে হয় "সপ্তপদী", আমার কথায় " সাত পাকে বাঁধা ", সকলের চোখে লাগিয়ে ধাঁধা ! অদৃশ্য বাজিকর তার খেলা দেখিয়েই চলে, ভালোই লাগে দীঘির কমল গুলো " কমল লতা " হোলে , কোন শিল্পীর তুলির টানে আসে...